অপটোমার মোস্ট ভ্যালুড পার্টনার পুরস্কার পেল ‘স্টার টেক লিমিটেড’

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

অপটোমার মোস্ট ভ্যালুড পার্টনার (ওভারঅল) অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে, যা গ্রহণ করেছেন স্টার টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরমোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া।

দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারটেক লিমিটেডকে বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অপটোমা দুটি সম্মানজনক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি অপটোমা মোস্ট ভ্যালুড পার্টনার (ওভারঅল) অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে, যা গ্রহণ করেছেন স্টার টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া। এছাড়া অপটোমা সিগনিফিক্যান্ট কনট্রিবিউটার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন-স্টারটেক লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার তৌহিদুর রহমান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপটোমা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিজয় শর্মা, অপটোমা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া; রিত্বিক কবিরাজ ; রিত্বিক কবিরাজ, ন্যাশনাল সেলস ম্যানেজার – সার্ক, অপটোমা কর্পোরেশন; শুভ কুমার কর্মকার, সেলস ম্যানেজার (বাংলাদেশ), অপটোমা কর্পোরেশন এবং স্টার টেক লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার নাইমা আক্তার মিতু।

অপটোমা সিগনিফিক্যান্ট কনট্রিবিউটার অ্যাওয়ার্ড ২০২৪ পুরস্কার নিচ্ছেন-স্টারটেক লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার তৌহিদুর রহমান।

স্টার টেক লিমিটেড অপটোমার সঙ্গে ভবিষ্যতে আরও সফলতা অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

প্রসঙ্গত-স্টারটেক বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রযুক্তি খুচরা বিক্রেতা, যারা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এবং অল গ্যাজেটের বিস্তৃত পরিসর নিয়ে কাজ করে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকার পাশাপাশি দেশব্যাপী ১৯টি আউটলেট এবং একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে গ্রাহক ও কর্পোরেট মার্কেট উভয়েই সেবা প্রদান করে। অপটোমা (Optoma) একটি বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি, যারা প্রধানত প্রজেক্টর, ডিসপ্লে সলিউশন এবং অডিও প্রযুক্তি পণ্য তৈরি করে। কোম্পানিটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দফতর তাইওয়ানে অবস্থিত। অপটোমা প্রজেক্টর এবং এভি (অডিও ভিজ্যুয়াল) সলিউশনগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়, বিশেষ করে গৃহ এবং অফিস ব্যবহারের জন্য। বাংলাদেশে স্টারটেক লিমিটেড অপটোমার প্রধান পরিবেশক হিসেবে কাজ করছে।