সিঁথিতে সিঁদুর, নতুন লুকে প্রকাশ্যে পরীমণির ‘ফেলুবক্সী’ পোস্টার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

সাফল্যের ধারাবাহিকতায় পরীমণি এগিয়ে চলেছেন। কদিন আগেই আলোচনায় ছিলেন ‘রঙিলা কিতাব’-এর মাধ্যমে। নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে তার কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’। আগামী ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবির পোস্টার। সেখানে লাবণ্য চরিত্রে সিঁথিতে সিঁদুর নিয়ে এক ভিন্ন রূপে হাজির হয়েছেন পরীমণি।

সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন পরীমণি। পোস্টারে তাকে উষ্ণতা এবং আত্মবিশ্বাসে ভরপুর দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। তার উষ্ণতা, আত্মবিশ্বাস এবং মনোমুগ্ধকর হাসি দিয়ে তিনি ছড়িয়ে দেন ভালোবাসা ও মানবিকতার আলো।’

ছবিতে পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এর আগে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় পরীমণি বলেছিলেন, ‘কলকাতার সিনেমায় কাজ করার প্রতি আগ্রহ আমার আগ থেকেই ছিল। তাদের কাজগুলো অনেক গোছানো এবং পেশাদারিত্বপূর্ণ। চিত্রনাট্য হাতে পাওয়ার পর মনে হয়েছে, এই ছবিটি দিয়ে শুরু করা যায়।’

‘ফেলুবক্সী’ পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। ছবিতে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।