গুম: শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মাইকেল চাকমার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

সংগৃহীত ছবি

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন মাইকেল চাকমা। অভিযোগ গ্রহণের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হবে।

এর আগে, মাইকেল চাকমা গুমের দায়ীদের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে আসেন। তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম এবং তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ।

মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকায় ফেরার পথে গুমের শিকার হন। তার সন্ধানে ইউপিডিএফ, মানবাধিকার সংগঠন, এবং নাগরিক সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন আন্দোলন চালানো হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তার সন্ধানের দাবি জানায়।

সরকার পতনের পর গত ৭ আগস্ট চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় মাইকেল চাকমাকে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘ ৫ বছর ৩ মাস নিখোঁজ থাকার পর মুক্তি পান তিনি।

মাইকেল চাকমার অভিযোগে শেখ হাসিনার শাসনামলে গুমের ঘটনাগুলোর বিচার দাবি করা হয়েছে।

Nagad