ডি-৮ সম্মেলনে অংশ নিতে কায়রো গেলেন প্রধান উপদেষ্টা
মিশরের কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় তিনি মিশরের উদ্দেশে রওনা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, সম্মেলনের এবারের প্রতিপাদ্য হলো ‘ইয়ুথ ইনভেস্টমেন্ট অ্যান্ড সাপোর্টিং এমএসএমই: শেপিং টুমরো’স ইকোনমি।’ তরুণদের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) বিকাশে এই সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে কাজ করে।
সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
জানা গেছে, সম্মেলনের ফাঁকে ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনটি যুব উন্নয়ন ও ক্ষুদ্র-মাঝারি শিল্পখাতের গুরুত্ব নিয়ে আলোচনা করবে, যা ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।