টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ইজতেমা মাঠের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন—কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মো. আমিনুল ইসলাম বাচ্চু (৭০) ও বেলাল (৬০)। অপর নিহত একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহত আমিনুল ইসলামের মরদেহ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের এক সিনিয়র কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুজন হাসপাতালে এবং একজন ঢাকা নেওয়ার পথে মারা যান।

জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, “ভোরে আমাদের ঘুমন্ত সাথী ভাইদের ওপর সাদপন্থীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের একজন নিহত হয়েছেন এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”

Nagad

২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে গত ৩ ডিসেম্বর জুবায়েরপন্থীদের জোর ইজতেমা শেষ হয়। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থীদের জোর ইজতেমার আয়োজনের কথা ছিল। তবে ইজতেমার মাঠ বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের অনুরোধ সত্ত্বেও জুবায়েরপন্থীরা মাঠ ছাড়তে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ইজতেমা মাঠের পরিবেশ থমথমে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।