ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস জুনিয়র
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজের হাতে। এছাড়া পুসকাস অ্যাওয়ার্ড (সেরা গোল) জিতেছেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার আলেহান্দ্রো গারনাচো।
বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাতে কাতারের দোহায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়।


রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ভিনিসিয়ুস জুনিয়র বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের স্বীকৃতি পান। গত মৌসুমে তিনি রিয়ালের জার্সিতে ৩৯ ম্যাচে ২৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।
পুরস্কার বিজয়ীদের তালিকা এক নজরে:
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: ভিনিসিয়ুস জুনিয়রবর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতিবর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তিবর্ষসেরা নারী কোচ: এমা হেইসবর্ষসেরা পুরুষ গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজবর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যালিসা নায়েহারপুসকাস অ্যাওয়ার্ড (সেরা গোল): আলেহান্দ্রো গারনাচোমার্তা অ্যাওয়ার্ড: মার্তাফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়াফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মৌরা
বর্ষসেরা পুরুষ একাদশ:গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজরক্ষণভাগ: দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবামধ্যমাঠ: জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুসআক্রমণভাগ: লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।
দোহায় অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবল বিশ্বের তারকারা অংশ নেন এবং বর্ষসেরা খেলোয়াড়দের কৃতিত্বকে সম্মান জানানো হয়।