‘পর্ন কিং’ তকমার কারণ জানালেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

২০২০ সালে পর্নকাণ্ডে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। প্রায় দুই মাস কারাগারে কাটানোর পরও তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘পর্ন কিং’ তকমা। তবে এই উপাধির কারণ সম্পর্কে রাজ কুন্দ্রা জানিয়েছেন, তিনি ব্যবসায়িক শত্রুতার শিকার এবং এক শত্রুই তাকে ফাঁসিয়েছে। রাজ দাবি করেন, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তাকে এভাবে নামানো হয়েছে এবং তিনি কখনোই পর্ন সিনেমার সঙ্গে জড়িত ছিলেন না।

রাজ আরও জানান, সিবিআইকেও তিনি তার নির্দোষত্বের কথা জানিয়েছেন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে খালাস পাওয়ার আশা করছেন। জেলে তার অভিজ্ঞতা নিয়ে রাজ বলেন, “সকলের সামনে আমাকে উলঙ্গ করা হয়েছিল, যা অত্যন্ত অসম্মানজনক ছিল। যদিও এটাই জেলের নিয়ম। প্রতিটা জামাকাপড় খুলে দেখা হয়। অভিযুক্ত কোনও মাদকদ্রব্য কিংবা ধারালো কোনও কিছু জেলের ভিতরে নিয়ে যাচ্ছেন কি না, দেখা হয়।’

এরপর বলেছিলেন, ‘তবে সকলের সামনে জামাকাপড় খোলা যে ভীষণ লজ্জার! এমনিতেই সংবাদমাধ্যম আমাকে মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ করেই ফেলেছিল। তারপর জেলেও বিবস্ত্র করা হলো।’