ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, এই প্রশ্নে পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তিনি তিন মাস দেশের মধ্যে ছিলেন। এরপর কীভাবে তিনি বিদেশে চলে গেলেন, সে বিষয়ে আইজিপির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল পুলিশকে দুই সপ্তাহের মধ্যে এই ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।


তাজুল ইসলাম আরও বলেন, যদি কেউ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কাউকে পালাতে সাহায্য করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
এর আগে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানিয়েছিলেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
এই মামলার শুনানিতে আরও জানানো হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে।