দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
মহান বিজয় দিবসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, “আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। জাতীয় পার্টির রিফর্ম এজেন্ডা ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ পরিকল্পনা আছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেখানো পথেই দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে জাতীয় পার্টি। বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেশের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে বেশকিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন।”
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


শামীম হায়দার পাটোয়ারী বলেন, “দেশ সংকটে আছে। এই সংকট কাটাতে সবার ঐক্য প্রয়োজন। বিজয়ের এই দিনে আমাদের শপথ নিতে হবে—বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনার সমন্বয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে জাতীয় পার্টি।”
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার, মো. ইসরাফিল খোকন, মো. খলিলুর রহমান খলিল, গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স ও সদস্য সচিব আরিফ আলীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রেজা, ঢাকা জেলা সভাপতি ইউসুফ আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুবায়ের পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় যুব সংহতি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় মটর শ্রমিক পার্টি এবং জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।