মালয়েশিয়াকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
২৪ ঘণ্টা আগেই শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।
রোববার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এরপর স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিয়ে একপেশে জয় তুলে নেয় নিগার সুলতানার দল।


বাংলাদেশের বোলারদের সামনে মালয়েশিয়ার কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। স্বাগতিকদের সর্বোচ্চ ৫ রান এসেছে ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুনের ব্যাট থেকে। এছাড়া বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাদের স্কোর যথাক্রমে—০, ৩, ৩, ০, ১, ১, ২, ১, ১ ও ০।
অতিরিক্ত থেকে পাওয়া ১২ রান ছাড়া মালয়েশিয়ার ইনিংস আর কোনোপ্রকার প্রতিরোধই গড়তে পারেনি।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে বিধ্বংসী পারফরম্যান্স করেন অফ স্পিনার নিশিতা আক্তার। তিনি ৩.৫ ওভারে মাত্র ৩ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ উইকেট এবং লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে ২ উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন জান্নাতুল মাওয়া। তিনি ৪৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে সাদিয়া ৩১ রান এবং ছোঁয়া ২৬ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫ (জান্নাতুল ৪৫*, ছোঁয়া ২৬, সাদিয়া ৩১*; মারসিয়া ৩/১৯)।
মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯ (নুর আলিয়া ৫; নিশিতা ৫/৩, হাবিবা ৩/৫, আনিসা ২/৫)।
ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: জান্নাতুল মাওয়া।