বিজয় দিবসে মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য ছিল উন্মুক্ত
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে একটি যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিজয়ের এই বিশেষ দিনে মোংলার দিগরাজ নেভাল বার্থে অবস্থানরত ‘বানৌজা তুরাগ’ জাহাজটি সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ জানান, যুদ্ধজাহাজ সম্পর্কে জনসাধারণের স্বাভাবিক কৌতূহল থাকে। দর্শনার্থীদের সেই কৌতূহল মেটাতে নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি সম্পর্কে ধারণা দেন।


মোংলা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী, বিশেষ করে শিশু-কিশোর ও নারী-পুরুষ, জাহাজটি পরিদর্শনে আসে। তারা নৌবাহিনীর জাহাজ পরিচালনা, যুদ্ধ কৌশল, টহল কার্যক্রমসহ নৌবাহিনীর বিভিন্ন দায়িত্ব সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পান।
এ সময় দর্শনার্থীদের জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করা, উপকূলীয় অঞ্চলে টহল দেওয়া, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন এবং দেশের মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুদ্ধজাহাজ ঘুরে দেখে দর্শনার্থীরা নৌবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়ে বাড়ি ফিরে যান এবং এ আয়োজনের প্রশংসা করেন।