বিডিআর হত্যাকাণ্ড: ন্যায়বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও স্বশস্ত্র বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। স্বশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি থাকবে। তবে, পুনঃতদন্তের বিষয়ে তিনি বলেন, “এটা আদালতের এখতিয়ারের বিষয়। গঠিত কমিটি বিডিআর বিদ্রোহের পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।”

এর আগে, রোববার হাইকোর্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পিলখানার ঘটনায় বিচারাধীন দুটি মামলা থাকায় নতুন করে কমিটি গঠন করা হলে তা বিচারপ্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি ওঠে। সরকার এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Nagad