শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার, হত্যা মামলায় অভিযুক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পল্টন থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি একাধিক হত্যা মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে।


অভিযোগ রয়েছে, শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর অবৈধ সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আনিসুর রহমান সোহাগ। নগদ অর্থসহ বিভিন্ন অবৈধ সম্পদের দেখভালও তিনি করতেন। এছাড়াও তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি ও বহুমুখী প্রতারণার অভিযোগও রয়েছে।
জানা গেছে, আনিসুর রহমান সোহাগ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সোহাগের বিরুদ্ধে আরও অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।