বিজয়ের আনন্দে টিম টাইগার্সের রোমাঞ্চকর জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনায় ভরা এক ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এই জয় বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ রান। ক্রিজে ছিলেন ভয়ংকর রভম্যান পাওয়েল। তবে বাংলাদেশের বোলার হাসান মাহমুদের চমৎকার বোলিংয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় টাইগাররা। দ্বিতীয় বলেই পাওয়েলকে ক্যাচে পরিণত করেন হাসান। এর পরের বলেই বোল্ড করেন আলজারি জোসেফকে।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাই নড়বড়ে করে দেন বাংলাদেশের বোলাররা। প্রথম ওভারেই হাসান মাহমুদ মাত্র ১ রান দিয়ে শুরু করেন। পরের ওভারে তাসকিন আহমেদ ব্রেন্ডন কিংকে ফিরিয়ে দলকে এনে দেন প্রথম সাফল্য।

শেখ মেহেদী হাসানের দুর্দান্ত স্পেলে ৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তবে পাওয়েল-শেফার্ড জুটি পরে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করলেও শেষ পর্যন্ত টাইগাররা ম্যাচ জিততে সক্ষম হয়।

এর আগে ব্যাটিংয়ে নেমে জাকের আলী অনিক এবং সৌম্য সরকারের ৫৭ রানের জুটিতে কিছুটা ভরসা পায় বাংলাদেশ। তবে শেষের দিকে শামীম পাটোয়ারীর ২৭ রানের ক্যামিও ইনিংস ১৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয় দলকে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৬ (সৌম্য ৪৩, শামীম ২৭, জাকের ২৭; আকিল ২/১৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৫ ওভারে ১৪০ (পাওয়েল ৬০, শেফার্ড ২২; মেহেদী ৪/১৩, হাসান ২/১৮)।
ফল: বাংলাদেশ ৭ রানে জয়ী।
ম্যাচসেরা: শেখ মেহেদী হাসান।

Nagad