নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন শাখার সভাপতি তামান্না রিভা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। এর পরও নিষিদ্ধ সংগঠনটির হয়ে রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগে তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রেজাউল করিম মল্লিক জানান, তামান্না রিভার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Nagad