অবৈধ বোলিং অ্যাকশন, সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বোলিং করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার (১৫ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, সাকিব ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটসহ বাংলাদেশের বাইরে যেকোনো ঘরোয়া প্রতিযোগিতাতেও তিনি আর বোলিং করতে পারবেন না।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর ২ ডিসেম্বর ইংল্যান্ডে একটি আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়। ১০ ডিসেম্বর ইসিবি জানায়, সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি রয়েছে। এর ভিত্তিতে তাকে সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়।

আইসিসির নীতিমালার ১১.৩ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জাতীয় ক্রিকেট বোর্ড যদি স্বীকৃত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণিত হওয়ায় ঘরোয়া ক্রিকেটে কারো ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর হয়।

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিবকে তার বোলিং অ্যাকশন শুধরে আবারও পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি পুনরায় বোলিং করার অনুমতি পাবেন। তবে নিষেধাজ্ঞার মেয়াদে তিনি ব্যাটার হিসেবে খেলতে পারবেন।

রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে দেশে ফিরতে না পারা সাকিবের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের সম্ভাবনাও কম। এমন পরিস্থিতিতে তার খেলা ও ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Nagad