সাবেক এমপি আবু রেজা নদভী ডিবির হাতে আটক

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক এমপি নদভীসহ ৪৯ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, ২০২২ সালের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের দস্তিদার হাট এলাকায় বিএনপির মিছিলে হামলার নির্দেশ দেন নদভী ও তার সহযোগীরা।

মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও রড নিয়ে বিএনপির মিছিলে আক্রমণ চালায়। এসময় গুলি চালানো, ককটেল বিস্ফোরণ ঘটানো এবং বিএনপি নেতাকর্মীদের গুরুতর আহত করার অভিযোগ ওঠে। মিছিলে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়।

ডিবি জানিয়েছে, সাবেক এমপি নদভী আত্মগোপনে ছিলেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। আটকের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সাবেক সংসদ সদস্যের আটকের বিষয়টি স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। মামলার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

Nagad