বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

বাংলাদেশ এবং পূর্ব তিমুর কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে। এছাড়া, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা-এ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।

চুক্তি অনুসারে, দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ, অবস্থান এবং প্রস্থান করতে পারবেন।

প্রেসিডেন্ট হোর্তা চার দিনের সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছান। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো হয় এবং লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (১৬ ডিসেম্বর), হোর্তা বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া, তিনি ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

১৭ ডিসেম্বর, প্রেসিডেন্ট হোর্তা ঢাকা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটে (বিআইআইএস) ‘দা চ্যালেঞ্জেস অব পিস ইন দ্যা কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক বক্তৃতা দিবেন এবং বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

Nagad