বিজয় দিবসে সড়কে যানবাহন চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নির্ধারিত সড়কে যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের জন্য রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের যাতায়াতের কারণে কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এদিন ভোর সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী-আমিন বাজার-সাভার রোডে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। যানবাহনগুলোকে গাবতলী-আমিন বাজার-সাভার রোডের পরিবর্তে বিভিন্ন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, গাবতলী থেকে সাভার যাওয়ার যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক ব্যবহার করবে। কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে যাওয়ার যানবাহন মিরপুর-১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে। আরিচা থেকে ঢাকা গামী যানবাহন নবীনগর বাজার হয়ে আশুলিয়া সড়ক ব্যবহার করবে। টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী সড়ক দিয়ে চলাচল করবে।
ডিএমপি নগরবাসী, যানবাহন মালিক এবং শ্রমিকদের কাছে এই নির্দেশনা মানার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।