ঢাকায় নাসার প্রধান মহাকাশচারী জোসেফ আকাবা

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা ঢাকায় এসেছেন বাংলাদেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এই প্রথম নাসার কোনও প্রধান মহাকাশচারী বাংলাদেশ সফর করছেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজিত এক্সপ্লোরিং স্পেস, ইন্সপায়ারিং ইয়ং মাইন্ড শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে এক অনুপ্রেরণামূলক আলাপচারিতায় আকাবা মহাকাশ সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন।

এ সময় তিনি মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং জলবায়ু সংকট মোকাবিলায় মহাকাশ গবেষণার ভূমিকা তুলে ধরেন। নাসার মহাকাশচারীদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা এবং মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কেও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

জানা গেছে, সফরের অংশ হিসেবে আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণায় বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কথা বলবেন।

জোসেফ আকাবা পুয়ের্তো রিকো বংশোদ্ভূত একজন প্রাক্তন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের স্বেচ্ছাসেবক। ২০২৩ সালে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ পান তিনি। মহাকাশচারী হিসেবে তিনটি মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩০৬ দিনেরও বেশি সময় কাটিয়েছেন এবং স্পেসওয়াকসহ বিভিন্ন যুগান্তকারী গবেষণায় নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশে আকাবার সফরটি দুই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আশা জাগিয়েছে।

Nagad