৬ লাখ টাকার পোশাকে নজর কাড়লেন সুহানা, হাতে ২ লাখের ব্যাগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

কালো রঙের শিমারি মিনি ড্রেস, সঙ্গে মানানসই সোনালি ব্যাগ—এমন আকর্ষণীয় বেশে মুম্বাইয়ের তারকাখচিত এক অনুষ্ঠানে দেখা গেল শাহরুখ খানের কন্যা সুহানা খানকে। স্টাইল আর ফ্যাশনের দিক দিয়ে বরাবরই আলোচনায় থাকা সুহানার পোশাক ও অ্যাকসেসরিজ এবারও ভক্তদের নজর কাড়তে বাধ্য করেছে।

শনিবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁর বাইরে পাপারাৎজিদের জন্য পোজ দেন সুহানা। চুলে হালকা কার্ল আর পরিমিত মেকআপে তার উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করে সবাইকে।

সুহানার কালো রঙের বডি-কন ড্রেসটি ইতালির জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভার্সাচের। এই স্লিভলেস মিনি ড্রেসের নেকলাইন, টোনাল ক্রিস্টাল অলংকরণ এবং অভিনব স্ট্র্যাপ ভক্তদের মনোযোগ কাড়ে। পোশাকটির দাম ভারতীয় মুদ্রায় ৪ লাখ ২১ হাজার ৬০০ টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকার সমান।

পোশাকের সঙ্গে তিনি বহন করছিলেন ভ্যালেন্টিনো গারাভানি ব্র্যান্ডের স্মল লোকো শোল্ডার ব্যাগ। ধাতব এই ব্যাগের দাম ২ লাখ টাকা। বিলাসবহুল ঘড়ি সংগ্রহে যেমন শাহরুখ খানের আগ্রহ রয়েছে, তেমনি সুহানার রয়েছে ব্যাগের প্রতি বিশেষ ঝোঁক।

সুহানার ফ্যাশন শুধুমাত্র বিলাসিতায় সীমাবদ্ধ নয়; তিনি সাসটেইনেবল ফ্যাশনেও আগ্রহী। অনেক সময় মায়ের শাড়ি স্টাইল করে পরতে দেখা যায় তাকে।

অভিনয় ক্যারিয়ারের শুরুতে সুহানা কাজ করছেন জোয়া আখতারের পরিচালনায় নির্মিত দ্য আর্চিস ছবিতে। শোনা যাচ্ছে, ছবির সেটেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এছাড়াও, সুজয় ঘোষের কিং ছবিতে বাবার সঙ্গে বড় পর্দায় অভিষেক হবে সুহানার। সূত্র: পিংকভিলা ও হিন্দুস্থান টাইমস।

Nagad