জাবি হলে শিক্ষার্থীর আত্মহত্যা, প্রেমিক ছিলেন ভিডিও কলে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী তাকিয়া তাসনিম (২৩) নিজ আবাসিক হলে আত্মহত্যা করেছেন।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বীরপ্রতীক তারামন বিবি হলের সপ্তম তলায় ৭০০৫ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকিয়া ভিডিও কলে রেখেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। প্রেমিক সাব্বির মেয়েটির বান্ধবীদের ফোন করে দ্রুত দরজা ভাঙার অনুরোধ করেন। তবে দরজা ভাঙতে দেরি হওয়ায় তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকিয়াকে মৃত ঘোষণা করেন।

তাকিয়ার মামা মনির হোসেন জানান, ভোরে হলে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং তাকিয়াকে খাটে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তাকিয়ার বাবা-মা মাগুরা থেকে রওনা দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে যদি পরিবার অনুমতি দেয়।

Nagad

তাকিয়া নিয়মিত হলে থাকতেন না; সাধারণত তিনি সাভারে মামার বাড়িতে থাকতেন। ঘটনার দিনই তিনি হলে ফেরেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

এই ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া ফেলেছে।