ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৪১ রোগী ভর্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন রোগী।

শনিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৫০৪ জন। এর মধ্যে ৯৬ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৮ জনে।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Nagad