শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রতি আহ্বান জানালেন সারজিস
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ভারতের কাছে বাংলাদেশ সরকারপ্রধান শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতে হলে ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে।
এ সময় সারজিস শহীদ পরিবারের সদস্যদের চেক হস্তান্তর অনুষ্ঠানেও অংশ নেন এবং শহীদদের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত যারা সহযোগিতা করবেন না, তাদেরকেও হত্যাকারী হিসেবে বিবেচনা করবেন বলে মন্তব্য করেন।


তিনি আরো বলেন, শহীদদের লাশ কবর থেকে তোলার বিষয়ে প্রশ্ন তুলে, জুলাই-আগস্টের শহীদদের লাশ কবর থেকে তোলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
সারজিস বলেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন কবর থেকে তুলতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না।