শিক্ষার্থীদের মন জয় করেছে ‘৮৪০’: তিশা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘৮৪০’ (ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড) নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশ পছন্দ করেছে।

তিশা বলেন, “২০০৭ সালে মুক্তি পাওয়া নাটক ‘৪২০’-এর সিক্যুয়াল নিয়ে দর্শকদের অনেক প্রশ্ন ছিল। সেই চিন্তা থেকেই ‘৮৪০’ নির্মাণের সিদ্ধান্ত নেই। সিনেমাটি নিয়ে সারা দেশ থেকে ভালো সাড়া পেতে একটু সময় লাগবে। তবে ইতোমধ্যে মাল্টিপ্লেক্সসহ যেসব হলে মুক্তি পেয়েছে, সেখান থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি।”

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমাটি শিক্ষার্থীদের কাছ থেকে যে সাড়া পেয়েছে, তা আমাদের জন্য বড় অর্জন।”

তিশা আরও বলেন, “আমি হলের সংখ্যা বাড়ানোর চেয়ে দর্শক বাড়ানোর পক্ষে। যদি সিনেমাটি দর্শক পছন্দ করে, তবে হলের সংখ্যা এমনিতেই বাড়বে। শুরুতে ইচ্ছা করেই কম সংখ্যক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। আগামীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে। ক্রিসমাস উপলক্ষে এর জন্য কিছুটা দেরি হতে পারে।”

সিনেমাটি প্রচার প্রসঙ্গে তিশার ভাষ্য, “কোনো কাজের সঙ্গে যখন সম্পৃক্ত থাকি, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এ সিনেমাটিকেও যত বেশি সম্ভব দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার কথাগুলো দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারাও এই সিনেমার অংশ।”

Nagad

‘৮৪০’ বর্তমানে দেশের ১৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এবং শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাবে।