ইসরায়েলের আগ্রাসী হামলায় বিধ্বস্ত দামেস্ক, উপেক্ষিত জাতিসংঘ নিষেধাজ্ঞা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েল ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, উপেক্ষা করেছে জাতিসংঘের নিষেধাজ্ঞা। এসব হামলায় সিরিয়ার সামরিক কাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, শুক্রবার ইসরায়েলি সেনাদের হামলায় দামেস্কের নিরাপত্তা বাহিনীর চতুর্থ ডিভিশনের সদর দফতর এবং একটি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। এছাড়া, একনায়ক শাসনের অবসানের পর নাগরিকদের উদযাপনস্থলেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হামলা বন্ধের আহ্বান জানালেও, তা উপেক্ষা করে ইসরায়েল আরও হামলা জোরদার করেছে।

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী জইশ আল-ইজ্জা সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করে দামেস্ক দখল করে। তবে এই রাজনৈতিক পরিবর্তনের মাঝেই ইসরায়েল ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ গঠনের কথা জানায়, যা সিরিয়ার ভূখণ্ডেই গড়ে তোলার পরিকল্পনা।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের ধারাবাহিক হামলা সিরিয়ার ভূখণ্ডের মানচিত্র বদলে দিতে পারে। এরই মধ্যে গোলান মালভূমির বিতর্কিত অঞ্চল ও সংলগ্ন এলাকাগুলো দখল করেছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে, সিরিয়ার নতুন সরকার ইসরায়েলের হামলা বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে সরকারি মুখপাত্র ওবেদা আরনৌত জানিয়েছেন, সংবিধান সংশোধন এবং মানবাধিকার সুরক্ষার বিষয়টি তাদের অগ্রাধিকারে রয়েছে।

Nagad

এদিকে, সিরিয়ার সংকটময় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জর্ডন এবং তুরস্ক সফর করেছেন। তিনি জর্ডনের সুলতান দ্বিতীয় আবদুল্লাহ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন।

পর্যবেক্ষকরা মনে করছেন, ইসরায়েলের এই আগ্রাসন মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতার সূচনা করতে পারে।