আ.লীগ পাক হানাদার বাহিনীর আচরণের পুনরাবৃত্তি করছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে। তিনি বলেন, গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও স্বপ্নকে ধারণ করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।


শফিকুল আলম বলেন, “আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তা শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নেরই ধারাবাহিকতা। ড. ইউনূস সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তাঁরা যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই আদর্শেই আমরা এগোচ্ছি।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে পাক হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যার যে ঘটনা ঘটিয়েছিল, তার পুনরাবৃত্তি আমরা এই বছরের জুলাইতে দেখেছি। আপনারা দেখেছেন, কীভাবে ছয়জন শীর্ষ ছাত্রনেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।”
বুদ্ধিজীবীদের আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, “তাঁরা যেমন উত্তরসূরিদের জন্য লিখে গিয়েছেন, আজকের প্রজন্মের শিক্ষার্থীরাও তাঁদের মায়ের কাছে চিঠি লিখছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটি শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শেরই প্রেরণা।”
এর আগে সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।