ইংল্যান্ডে বোলিং নিষেধাজ্ঞার মুখে সাকিব আল হাসান
ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন প্রত্যাশিতভাবে সুখকর হয়নি। গত সেপ্টেম্বরে সারে দলের হয়ে একটি চারদিনের ম্যাচে অংশ নেন তিনি। সেই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ৯ উইকেট শিকার করেন। তবে ম্যাচ চলাকালে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার।
এর পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করায়। লাফবরো ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের মাধ্যমে হওয়া পরীক্ষায় তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। ফলস্বরূপ, সাকিবকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলিং করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসিবি।


ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, নিষেধাজ্ঞার ফলে সাকিব ইংল্যান্ডের কোনো প্রতিযোগিতায় আর বল করতে পারবেন না। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো। পরীক্ষার ফল প্রকাশের পর তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
সম্প্রতি বিতর্ক যেন সাকিবের সঙ্গী হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত নিষ্ক্রিয় রয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলে তার ফেরাও অনিশ্চিত। পাশাপাশি, আসন্ন আইপিএলে দল পাননি সাকিব। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডে বোলিং নিষেধাজ্ঞা তার ক্রিকেট ক্যারিয়ারের জন্য আরও একটি ধাক্কা। বাইশ গজের এই তারকা এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখে।