চীনের কিংবদন্তি ফুটবলার লি টাই দুর্নীতির দায়ে ২০ বছরের কারাদণ্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

চীনের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লি টাই। সংগৃহীত ছবি

চীনের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লি টাইকে দুর্নীতির দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের জার্সি গায়ে মাঠ কাঁপানো এই মিডফিল্ডার ম্যাচ পাতানো, ঘুষ লেনদেন, এবং অর্থের বিনিময়ে জাতীয় দলে সুযোগ দেওয়ার মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, এক টেলিভিশন শোতে লি টাই নিজেই তার অপরাধ স্বীকার করেছেন। জানা গেছে, তিনি প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা) ঘুষ ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে, জাতীয় দলের কোচ থাকার সময় অর্থের বিনিময়ে খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত চীনের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে এই অবৈধ কাজগুলো করেছিলেন তিনি। এমনকি জাতীয় দলের কোচ হওয়ার জন্যও আর্থিক লেনদেন করেছিলেন বলে অভিযোগ উঠে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতির এই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন। ফুটবলে লি টাইয়ের দুর্নীতির প্রভাব শুধু এই খেলায় সীমাবদ্ধ থাকেনি, চীনের অন্যান্য খেলাধুলার উপরও এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।