বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে ডাউন হয়ে পড়েছে। বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) রাতে এই সমস্যার কারণে হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের বরাতে রয়টার্স জানিয়েছে, ফেসবুকে অ্যাক্সেস পেতে সমস্যা জানিয়েছেন ১৩ হাজারেরও বেশি ব্যবহারকারী। ইনস্টাগ্রামে ৬ হাজার ৬০০ এবং হোয়াটসঅ্যাপে প্রায় ২ হাজার ৩০০ অভিযোগ নথিভুক্ত হয়েছে।

বিশ্বব্যাপী প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে এই বিভ্রাটের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সমস্যার দ্রুত সমাধানে কাজ করছে মেটার টেকনিক্যাল টিম বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ব্যবহারকারীরা টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন।