সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ, প্রবেশের বয়সসীমায় পরিবর্তন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

সব ধরনের সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১১ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।

এছাড়া বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নির্ধারণ করা হয়েছে। আগের ১১০০ নম্বরের পরীক্ষা এখন থেকে হবে ১০০০ নম্বরে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমাও পরিবর্তন করা হয়েছে। সংশোধিত বিধিমালায় সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে।

Nagad