এআইইউবিতে ইনডোর গেমস ২০২৪-এর উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৪। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এআইইউবি-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রক্টর ড. মনজুর এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন, অফিস অব স্পোর্টস-এর কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীনসহ শিক্ষকমণ্ডলী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

ইনডোর গেমস প্রতিযোগিতায় দাবা, ক্যারাম, বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, টেনিস, লুডু, হ্যান্ডবল এবং ভলিবলসহ মোট ১১টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাসহ প্রায় ২,৫০০ জন এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতার প্রতি তাদের উৎসাহ প্রকাশ করেন এবং একটি সফল এবং আনন্দময় আসর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।