কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে ভয়াবহ বিস্ফোরণ, মন্ত্রী হাক্কানি নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে ভয়াবহ বিস্ফোরণে দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। বুধবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এই বিস্ফোরণ ঘটে।
মন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা আনাস হাক্কানি। একই সঙ্গে, আরও কয়েকজন মন্ত্রণালয় কর্মীর প্রাণহানির খবর জানিয়েছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা।


নিহত খলিল উর-রহমান হাক্কানি তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা। তিনি হাক্কানি নেটওয়ার্কের অন্যতম প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই। উল্লেখ্য, হাক্কানি নেটওয়ার্ক তালেবানের দুই দশকের বিদ্রোহে সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য পরিচিত।
২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিলে তালেবান ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর দেশটিতে সহিংসতা কমলেও ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) নামের একটি সংগঠন প্রায়ই হামলা চালিয়ে আসছে।
এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আইএস-কে তালেবান কর্মকর্তা এবং বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানোর দায় স্বীকার করেছে আগেও। সূত্র: এএফপি, রয়টার্স।