লিভারপুলের প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত, বায়ার্নের দাপুটে জয়
চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লিভারপুল। স্প্যানিশ ক্লাব জিরোনাকে তাদের মাঠে ১-০ ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে তারা। দলের জয়সূচক গোলটি আসে মোহামেদ সালাহর স্পট কিক থেকে। অপরাজিত থেকেই গ্রুপপর্ব পার করার ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি।
অন্যদিকে, শাখতার দানেৎস্ককে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বায়ার্ন মিউনিখ নিজেদের প্রথম অ্যাওয়ে জয় তুলে নেয়। প্রতিপক্ষের মাঠে গোল খেয়ে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে বাভারিয়ানরা দেখিয়েছে তাদের আক্রমণাত্মক সামর্থ্য।


অন্যান্য ম্যাচের ফলাফল
রিয়াল মাদ্রিদ ৩–২ আতালান্তা
পিএসজি ৩–০ সাল্জবুর্গ
লেভারকুসেন ১–০ ইন্টার মিলান
অ্যাস্টন ভিলা ৩–২ লাইপজিগ
ব্রেস্ত ১–০ পিএসভি আইন্দহফেন
ক্লাব ব্রুগা ২–১ স্পোর্তিং লিসবন
দিনামো জাগরেব ০–০ সেল্টিক
চ্যাম্পিয়ন্স লিগের এই উত্তেজনাপূর্ণ রাত ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত ম্যাচ এবং অভাবনীয় ফলাফল।