ভারতের সঙ্গে আর নতজানু নয়, হবে চোখে চোখ রেখে কথা: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর নতজানু অবস্থায় থাকবে না। এখন থেকে হবে চোখে চোখ রেখে কথা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক গণজমায়েতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ মন্তব্য করেন তিনি।
হাসনাত অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সেই ফাঁদে পা দেয়নি। তিনি বলেন, আর কোনো সমঝোতা হবে না। “হয় মাতৃভূমি, না হয় মৃত্যু”—এই অঙ্গীকারে অটল থাকার কথা উল্লেখ করেন তিনি।


বিগত বছরগুলোতে গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। যারা পুলিশকে ব্যবহার করে বিরোধীদের দমন করেছে এবং গুম-খুনের কাজে লিপ্ত ছিল, তাদের বিচারের আওতায় আনার দাবি করেন।
হাসনাত বলেন, ১৯৭১ সালের যুদ্ধকে পুঁজি করে যাদের সম্মানহানি করা হয়েছে, তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
গণজমায়েতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ভুক্তভোগী পরিবারের সদস্য, জাতিসংঘ মানবাধিকার কমিশন ও গুম কমিশনের প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠনগুলো অংশ নেয়।
হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করেন যে, ক্ষমতাসীনদের ক্ষমা করার কোনো উদ্যোগ সফল হতে দেওয়া হবে না। যারা আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনতে চান, তাদের শহীদের রক্তের মূল্য নিয়ে ভাবতে হবে। তিনি আরও দাবি করেন, অতীতের যেসব অপরাধীরা নিরাপদে ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে, তাদের চিহ্নিত করতে হবে।