দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে কমিশনার হিসেবে তার সঙ্গী হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশীদ এ গেজেট প্রকাশ করেন।

চেয়ারম্যান হিসেবে আবদুল মোমেন আপিল বিভাগের বিচারকের সমমর্যাদায় বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারকের সমান সুবিধা পাবেন।

মোহাম্মদ আবদুল মোমেন পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিতে নিয়োজিত ছিলেন। একই দিনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন থেকে পৃথক আদেশ জারি করা হয়। তিনি ২০১৩ সালে যুগ্ম সচিব থাকাকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে গত আগস্টে সরকারের পরিবর্তনের পর তাঁকে চুক্তিতে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছিল।

দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগকে দুর্নীতি দমনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা আশা করছেন, তাঁর নেতৃত্বে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Nagad