টেক্সট থেকে ভিডিও তৈরির এআই মডেল উন্মোচন করেছে ‘ওপেনএআই’
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence – AI) গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের বহুল প্রতীক্ষিত টেক্সট-টু-ভিডিও এআই মডেল সোরা (Sora) উন্মোচন করেছে। এটি টেক্সট থেকে ভিডিও তৈরি করার সক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক এআই মডেল। যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশে চ্যাটজিপিটি গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারছেন। নতুন এই মডেলের টার্বো (Turbo) সংস্করণ টেক্সট থেকে ভিডিও তৈরি, ছবি অ্যানিমেট করা, এবং ভিডিও রিমিক্স করার মতো বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে।
সোমবার (৯ ডিসেম্বর) এটি চালু করা হয়। সোরা বর্তমানে সোরা ডট কম গিয়ে এই সেবা পাবে।


ওপেনএআই বলছে, সাবস্ক্রিপশনের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। চ্যাটজিপিটি প্লাস-গিয়ে প্রতি মাসে ২০ ডলার খরচে ব্যবহারকারীরা ৭২০পিক্সেল রেজোলিউশনে সর্বোচ্চ ৫ সেকেন্ডের ৫০টি প্রাইরিটি ভিডিও (১০০০ ক্রেডিট) তৈরি করতে পারবেন। এছাড়াও চ্যাটজিপিটি প্রো-ব্যবহার করে প্রতি মাসে ২০০ ডলার খরচ করে “আনলিমিটেড জেনারেশন” সহ ১০৮০পিক্সেলে সর্বোচ্চ ২০ সেকেন্ডের ৫০০ প্রাইরিটি ভিডিও তৈরির সুযোগ। এই প্ল্যানে ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না এবং ব্যবহারকারীরা একসঙ্গে ৫টি জেনারেশন চালাতে পারবেন।
ওপেনএআই স্পষ্ট করেছে যে, সোরা ব্যবহার করার আগে ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে তারা কোনো অবৈধ, সহিংস, বা কপিরাইট লঙ্ঘন করে এমন কন্টেন্ট আপলোড করছেন না। অপব্যবহারের ক্ষেত্রে অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ হতে পারে।
ওপেনএআই আরও জানিয়েছে, ইউরোপ ও যুক্তরাজ্যে সেবাটি চালু হতে কিছুটা সময় লাগবে। তবে প্রতিষ্ঠানটি মনে করছে, সোরা ভিডিও কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সৃজনশীলতাকে নতুনভাবে উন্মোচন করবে।
যদিও যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশে এটি চালু হয়েছে। এ বিষয়ে ওপেন এআই -এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, ইউরোপ ও যুক্তরাজ্যে সোরা চালু হতে কিছুটা সময় লাগতে পারে।
সোরা-এর প্রোডাক্ট লিড রোহান সাহাই বলেছেন, ‘আমাদের কাজ হলো সোরা’র মাধ্যমে সৃজনশীলতাকে উৎসাহিত করা, তবে আমরা কোনো অবৈধ কার্যক্রমকে অনুমোদন দেব না।’
সোরা’র এই উন্মোচন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাবনাকে আরও প্রসারিত করবে। এটি ব্যক্তিগত সৃজনশীল কাজ থেকে শুরু করে পেশাদার ভিডিও প্রোডাকশনেও ভূমিকা রাখতে পারে। সূত্র: দ্য ভার্জ, ওপেনএআই।