মেয়েকে নিয়ে প্রথম প্রকাশ্যে এলেন দীপিকা
৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো মা হন দীপিকা পাডুকোন। এরপর দীপাবলিতে, সোশ্যাল মিডিয়ায় মেয়ের নূপুর পরা পায়ের ছবি শেয়ার করেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন নায়িকা, মুম্বাই বিমানবন্দরে দেখা গেল তাকে মেয়েকে কোলে নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বেঙ্গালুরু থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে দীপিকা মেয়েকে কোলে করে এসে পাপারাজ্জিদের নজরে পড়েন। তবে, মেয়ের মুখ তিনি দেখাননি। দীপিকা পরনে ছিলেন লম্বা লাল ম্যাক্সি ড্রেস, বাঁধা খোঁপা এবং রোদচশমা। মেয়েকে কোলে নিয়ে গাড়িতে উঠতে দেখা যায় তাকে।


এছাড়া, গত কিছুদিন আগে দীপিকা দিলজিতের শোতে অংশ নিয়েছিলেন, সেসময় তার মেয়েকে সঙ্গে দেখা যায়নি। তার পরনে ছিল ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট, খোলা চুলে এবং কানে দুল পরা।
দীপিকা সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটিতে আছেন, এবং ছুটির পর তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের শুটিং শুরু করবেন।