বিজয় দিবসে কুচকাওয়াজ হবে না, বিজয় মেলা হবে: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
এবার বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তবে, বিজয় দিবসকে উৎসবমুখর করতে সারা দেশে বিজয় মেলার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম এই তথ্য নিশ্চিত করেছেন।
একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, বিজয় দিবস আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা ৯ মাসের যুদ্ধের পর অর্জিত হয়েছে। তিনি বলেন, অতীতে সারা দেশে বিজয় উৎসব হত, তবে বর্তমানে সেই উৎসব অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এবার, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলা হবে, যেখানে চারু ও কারু মেলার পাশাপাশি কৃষিপণ্যের মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সবার জন্য অংশগ্রহণের সুযোগ থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।


ফারুক ই-আজম আরও বলেন, পূর্বে জাতীয় কুচকাওয়াজে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকত না, তবে এবার শিশু, নারী, পুরুষ সকল শ্রেণির জনগণকে এতে যুক্ত করা হবে। তিনি জানান, জাতীয় প্যারেড স্কয়ারে এবারের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না, কারণ সেনাবাহিনী বর্তমানে অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত।
এছাড়া, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য প্রতিটি জেলা ও উপজেলায় অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে স্থানীয় জনগণসহ মুক্তিযোদ্ধাদেরও সংবর্ধনা দেওয়া হবে। সূত্র: ইউএনবি