সারজিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মনোনীত
ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।


বিবৃতিতে বলা হয়েছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য বর্ধিত সাংগঠনিক কাঠামোতে আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন দায়িত্ব পালন করবেন।
কমিটি ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।