চলছে শীতের ডেস্কটপ অফার: স্টারটেকে বিশেষ ছাড়ে কম্পিউটার কিনুন
ডেস্কটপ পিসির জন্য শীতের বিশেষ অফার শুরু করেছে দেশীয় প্রযুক্তি বাজারে। এর মধ্যে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অনলাইন শপ অথবা যেকোনো আউটলেট থেকে নির্দিষ্ট ডেস্কটপ বিল্ড করলে সর্বোচ্চ ২০,০০০/- টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়!
এছাড়াও প্রতিষ্ঠানটি বলছে, শীতকালীন অফারে ক্রেতারা যেকোনো ডেস্কটপ কিনে ফ্রি ডেলিভারি সুবিধাও উপভোগ করতে পারবেন। এবং FREEBUILD প্রমো কোডটি ব্যবহার করে ঢাকার মধ্যে ঘরে বসে পিসি বিল্ড করুন সম্পূর্ণ ফ্রিতে! এজন্য গ্রাহকদেরকে শুধুমাত্র প্রয়োজনীয় মডেল নির্বাচন করে স্টারটেকের অনলাইন অফলাইন – যে কোনো শো রুমে করার আহ্বান জানানো হয়েছে।


এই অফার থেকে উপকৃত হতে চাইলে গ্রাহকদের দ্রুত সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ কিছু মডেল সীমিত পরিমাণে পাওয়া যাবে।
প্রসঙ্গত-স্টারটেক বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রযুক্তি খুচরা বিক্রেতা, যারা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এবং অল গ্যাজেটের বিস্তৃত পরিসর নিয়ে কাজ করে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকার পাশাপাশি দেশব্যাপী ১৯টি আউটলেট এবং একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে গ্রাহক ও কর্পোরেট মার্কেট উভয়েই সেবা প্রদান করে।