বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ভারত: বিক্রম মিশ্রি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় উচ্চ পর্যায়ের বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।”

বিক্রম মিশ্রি জানান, পর্যটন এবং ব্যবসার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে ভারত কাজ করছে। সাংস্কৃতিক, ধর্মীয়, এবং কূটনৈতিক সম্প্রীতি আরও জোরদারে দুই দেশের মধ্যে চলমান সংলাপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি দুই দেশের মধ্যে কিছু দুঃখজনক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মধ্যে সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণমূলক ঘটনাগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ভারত আশা করে, বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে এসব বিষয় সমাধানে কাজ করবে।”

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এটি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে বিক্রম মিশ্রি তার সফর শেষ করে রাতেই ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

Nagad

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করতে এই বৈঠককে দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।