বয়স ১৮ হলেই ভোটার হওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

নির্বাচন কমিশন (ইসি) ১৮ বছর পূর্ণ করা সব নাগরিককে দ্রুত ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে। যাদের বয়স আগামী ১ জানুয়ারি ২০২৫ সালের মধ্যে ১৮ হবে, তারা ভোটার হওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারবেন।

সোমবার (৯ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ সালের বা তার আগে, তারা ভোটার হতে পারবেন। এক বছরের হালনাগাদে প্রায় ২৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। ২০২৩ সালের শেষে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন, যা ২০২৪ সালের মার্চে বেড়ে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে।

তরুণদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ
ইসি বলছে, নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ইসির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এ বছর ১৭ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। যদিও ইসির অনুমান অনুযায়ী প্রায় ২৭ থেকে ২৮ লাখ নাগরিক নতুন ভোটার হতে পারেন।

ভোটার তালিকা হালনাগাদে প্রতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়।

ভোটার তালিকা আইন অনুযায়ী, ১৮ বছর বয়স পূর্ণ হলেই ভোটার হওয়ার যোগ্যতা অর্জন হয়। ইসি আহ্বান জানিয়েছে, যারা এখনও ভোটার হননি, তারা যেন দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন।

Nagad

ইসি জানিয়েছে, নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আগামীর নির্বাচনী প্রক্রিয়াকে আরও কার্যকর করতে তারা নিয়মিত হালনাগাদ কার্যক্রম পরিচালনা করবে।