দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান আসিফ নজরুলের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

শেখ হাসিনার সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ সরকারের দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দুদকের সচিব খোরশেদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

আসিফ নজরুল বলেন, “গত ১৫ বছরে সরকারি-বেসরকারি দুর্নীতির ফিরিস্তি দীর্ঘ হলেও বিচার হয়নি। অথচ খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারের নামে প্রতিহিংসা হয়েছে। বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে।”

তিনি আরও বলেন, “একজন প্রধানমন্ত্রীর পিয়ন কীভাবে ৪০০ কোটি টাকার মালিক হয়? অথচ হাসতে হাসতে সেই চুরি প্রকাশ্যেও স্বীকার করা হয়। শেখ হাসিনার সময় দুদক ও বিচার বিভাগ দুর্নীতি প্রতিরোধের বদলে সরকারের আনুগত্য পালন করেছে।”

অনুষ্ঠানে আসিফ নজরুল জানান, বিচার বিভাগীয় ও প্রশাসনিক সংস্কার ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কমিশনের সুপারিশ কার্যকর করা হবে। দুদকের কার্যক্রম সচল করার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, “সৎ প্রজন্ম তৈরি করতে পারলে দুর্নীতিবিরোধী সমাজ গঠন সহজ হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে।”

Nagad

এর আগে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন করা হয়। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানীসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় দিবসটি উদযাপিত হয়।

জাতিসংঘ ঘোষিত এই দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”।