সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিলেন বাশার আল-আসাদ
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার পরিবারসহ রাশিয়ার রাজধানী মস্কোতে আশ্রয় নিয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাশ জানিয়েছে, ক্রেমলিনের একটি সূত্র নিশ্চিত করেছে যে, আসাদ ও তার পরিবার মস্কো পৌঁছেছেন এবং মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে। রাশিয়া বরাবরই সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানের পক্ষে কাজ করেছে এবং জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা শুরুর ওপর গুরুত্ব দিয়েছে।


তাশ আরও জানায়, রাশিয়ার সরকারি কর্মকর্তারা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিদ্রোহীদের নেতারা সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
২০০০ সালে বাশার আল-আসাদ সিরিয়ার ক্ষমতায় আসেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেন। ২০১১ সালে বাশার আল-আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হলে তা দমন করতে কঠোর অবস্থান নেন তিনি। এই দমননীতি থেকে সশস্ত্র বিদ্রোহ শুরু হয় এবং দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।
২০১৫ সালে রাশিয়া সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরু করে, যা আসাদের শাসন টিকিয়ে রাখতে সহায়ক হয়। রাশিয়ার বিমান হামলার মুখে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়।
বিবিসি জানিয়েছে, তারা এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।