অন্তঃসত্ত্বা জনি ডেপের সাবেক স্ত্রী আম্বার হার্ড, জানা যায়নি বাবার পরিচয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর জনপ্রিয় অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী আম্বার হার্ড আবারও মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন। সাবেক দাম্পত্যকলহের পর নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন তিনি, এবং এখন তিনি অন্তঃসত্ত্বা। এটি তার দ্বিতীয় সন্তান।

গেল শনিবার প্রথম প্রকাশ্যে আসেন আম্বার। বর্তমানে তিনি মাদ্রিদে মেয়েকে নিয়ে থাকেন। ‘আকুয়াম্যান’ সিনেমার এই অভিনেত্রী গর্ভাবস্থার শুরুতে আছেন, তবে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তার মুখপাত্র। তবে তিনি এবং তার তিন বছরের কন্যা ওনাগ পেইজ খুশি বলে জানানো হয়েছে।

সম্প্রতি কিছু ছবি ছড়িয়ে পড়লে দেখা যায়, হাস্যোজ্জ্বল আম্বার নিজের গাড়িতে উঠছেন, এল রেটিরো পার্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পরেছেন কালো স্পোর্টস লেগিংস, ঢিলেঢালা সোয়েটশার্ট এবং একটি বড় ট্রেঞ্চ কোট, তার সোনালী চুল দুটি কাঁধের ওপর ঝুলছে।

২০২২ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক সম্পর্কের জড়িয়েছিলেন আম্বার। তবে বর্তমানে একা আছেন তিনি। এই অবস্থায়, তার দ্বিতীয় সন্তানের বাবা কে, সে বিষয়ে কিছু জানায়নি অভিনেত্রী বা তার মুখপাত্ররা।

Nagad