আগামী বছর উন্নত বাংলাদেশ দেখার প্রত্যাশায় আছি : পররাষ্ট্র সচিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

বাংলাদেশের জন্য ঘটনাবহুল ২০২৪ সাল শেষের দিকে উল্লেখ করে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, আমরা একটি উন্নত বাংলাদেশের জন্য ‘আশা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা’ নিয়ে আগামী বছরের দিকে তাকিয়ে আছি।

আজ শনিবার (৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশন (ফোসা) আয়োজিত বার্ষিক ‘ফোসা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪’-এ মোহাম্মদ জসিম উদ্দিন এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আসুন, আমরা একটি উন্নত বাংলাদেশের জন্য কঠোর পরিশ্রম করি, বাংলাদেশকে উন্নত করাই হবে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।’

বিদায়ী বছরটি অনেক ত্যাগ ও রক্তপাতের সাক্ষী হয়েছে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, ‘আমাদের অনেক তরুণ জীবন হারিয়েছেন। যারা এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু তাদের বীরত্বকে আমরা স্মরণ ও সম্মান করি। ‘আসুন আমরা তাদের জন্য কাজ করি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ফোসা’র সভাপতি শায়লা পারভীন প্রমুখ।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আসুন আমরা সবাই মানবিক কারণে ফোসার অবিচল আত্মোৎসর্গ থেকে অনুপ্রেরণা নিই এবং অভাবীদের জন্য একটি উন্নত ভবিষ্যত তৈরিতে একসঙ্গে কাজ করে যাই।’

Nagad

আইন কমিশনের চেয়ারম্যান ফোসা ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারের সার্বিক সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে এটি সুনাম বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিতদের কার্যকর সহায়তা দেওয়ার লক্ষ্য অর্জন করবে।

পররাষ্ট্র সচিব বলেন, সারা বিশ্বে গোলযোগ ও বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংস, অযৌক্তিকতা ও উন্মাদনা, অন্যায় ও অবিচার বিরাজ করছে। তিনি বলেন, ‘আসন্ন বছরে আমরা অলৌকিক কিছু দেখার আশা করতে পারি না, কিন্তু আমাদের একটি অংশ হতাশা এবং ধ্বংসের সময়েও আশা দেখতে পায়। সুতরাং, আমরা আশা করি বিশ্বের একটি ভাল অগ্রগতি দেখতে পাব এবং এর জন্য আমাদের কাজ করতে হবে।’

জসিম উদ্দিন বলেন, শুধুমাত্র কথাবার্তা কাজের জন্য তাদের কোনো উপকারে আসবে না। ‘এই সত্য বোঝার জন্য আমাদের খুব স্মার্ট হওয়ার দরকার নেই। আসুন আমরা কথা বলি তবে আমাদেরও কাজ করতে দিন।’ তিনি বলেন, দানশীলতার চেতনা আসে মানুষের সদগুনাবলি থেকে। ‘যাদের সাহায্যের প্রয়োজন তাদের সহায়তা করার জন্য এটি একটি নিয়ম।’

জসিম উদ্দিন বলেন, এফওএসএ যে ক্ষুদ্র প্রচেষ্টা করেছে তা মানবিক কল্যাণের বহিঃপ্রকাশ। এই সংকট ও অস্থিরতার সময়ে ফোসার কাজ এবং অবদানগুলো কল্যাণ এবং আশা উভয়ের প্রতীক হিসাবে উঁচুতে দাঁড়িয়ে আছে। তিনি কূটনৈতিক মিশনের সদস্যদের তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। ‘এটি সম্মিলিত চেতনার একটি প্রমাণ যা এই অনুষ্ঠানটিকে বিশেষ করে তোলে।’

এতে স্থানীয় নারী উদ্যোক্তাদের পাশাপাশি ১৬টি বিদেশি মিশন ও একটি আন্তর্জাতিক সংস্থার উৎসাহী অংশগ্রহণ ছিল। সূত্র: ইউএনবি