ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬২ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

দেশব্যাপী এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬২ জন রোগী।

শনিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটির, একজন ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) এবং একজন চট্টগ্রাম বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) বাসিন্দা।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় উত্তর সিটিতে ১২৩ জন এবং দক্ষিণ সিটিতে ১৩৬ জন। এছাড়া ঢাকার বাইরে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৪৭ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে ৫০৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৭০২ জন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মোট ৯৫ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। মৃত ৫২২ জনের মধ্যে ৫১ দশমিক ৪০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৬০ শতাংশ পুরুষ।

Nagad

বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও ২০২৩ সালের জুন থেকে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। ওই বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। ২০২১ ও ২০২২ সালেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন। মশার কামড় থেকে সুরক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।