গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর, সৌম্যের দুর্দান্ত ব্যাটিং

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। ফাইনালে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জেতে দলটি। সৌম্য সরকার ও স্টিভেন টেলরের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে রংপুর ১৭৮ রানের বড় পুঁজি তোলে। জবাবে ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য-টেলরের ১২৪ রানের জুটিতে উড়ন্ত শুরু পায় রংপুর। ৬৮ রান করে স্টিভেন টেলর আউট হলে সেই জুটি ভাঙে। এরপর দ্রুত সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসেন (১০) বিদায় নিলেও সৌম্যের দাপুটে ব্যাটিংয়ে ১৭৮ রানের সংগ্রহ পায় দলটি। সৌম্য ৭ চার ও ৫ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়ায় ভিক্টোরিয়া ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। রংপুরের স্পিনার হারমিত সিং ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন ধসিয়ে দেন। শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

সৌম্যের বিধ্বংসী ইনিংস ও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা ঘরে তুলল রংপুর।