লন্ডনে তারেক-ফখরুলের বৈঠক: নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

দশ দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও দলের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ আদায়ের কৌশল, ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনার প্রচার, সাংগঠনিক কার্যক্রমে গতি আনা, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, দল অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কার উদ্যোগকে সমর্থন দিচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেওয়া হয়েছে। তা না হলে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে জরুরি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে নির্বাচনী উদ্যোগে ধীরগতি নিয়ে বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসেছেন মির্জা ফখরুল।

Nagad